বুধবার ০১ মে ২০২৪
Online Edition

ইবিতে সুপেয় পানি নিশ্চিত করা জরুরি 

আইরিন সুলতানা আশা, ইবি : স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে প্রথম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রায় অর্ধশত বছরের পুরানো এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা যেন দিন দিন বেড়েই চলেছে। উচ্চ শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বেহাল দশা যেন লাগামহীন ঘোড়া। বর্তমানে বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম হলো বিশুদ্ধ পানির অভাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহুদিন যাবৎ এই সমস্যার মধ্যে ভুগছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর জন্য নেই সুপেয় পানির তেমন ব্যবস্থা। শিক্ষার্থীরা ভোগান্তিতে থাকলেও এ ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। সরজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে নেই সুপেয় পানির ব্যবস্থা। যাতে শিক্ষার্থী বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। শিক্ষার্থীদের পানি শূণ্যতার পাশাপাশি বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। বিষয়টি সুনজরে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন , আমরা সুপেয় পানি সমস্যায় বহুদিন যাবৎ ভুগছি। এটি আমাদের দীর্ঘ দিনের অভিযোগ । কিন্তু কোন ভাবেই এই সমস্যার সমাধান মিলছে না।  বিশুদ্ধ পানির অভাবে শিক্ষার্থীদের বিভিন্ন সংক্রমণ রোগ দেখা দিচ্ছে। তারমধ্যে যে সকল সমস্যা বেশি লক্ষ্য করা যায় তা হলো বিভিন্ন চর্মরোগ ও চুল পড়া। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি যে অতিদ্রুত এই সমস্যা সমাধান করে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে সুপেয় পানির ব্যবস্থা করবে।

অনলাইন আপডেট

আর্কাইভ